মৃত্যুপথ থেকে ফিরে আসতে হয় সেটার অনন্য উদাহরণ হতে পারেন জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চার মাস ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরপর সুস্থ হয়ে ফিরেছেন মাঠেও।
সেই অবস্থা কাটিয়ে উঠতে না উঠতেই হারাতে হয়েছে বাবাকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা মহিউদ্দিন খন্দকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
করোনা আক্রান্ত বাবার সেবা করতে গিয়ে রুবেল নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরও বাবার পাশেই ছিলেন গত কদিন ধরে। তবে শরীরের অবস্থার অবনতি হলে আইসিইউ-তে নেয়া হয়।
রুবেলের বাবার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)।
গতকাল রাত আট টার দিকে মারা যাওয়ার পর হাসপাতালেই রাখা হয়। আজ বৃহস্পতিবার তাকে গ্রামের বাড়ী কিশোরগঞ্জের বাজিতপুরে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে পারিবারিক সূত্র।