বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (২৯ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন তিনি নিজেই। নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ নায়িকা।
তিনি লিখেছেন, ‘আপনাদের কাছে বিনীত অনুরোধ, করোনাভাইরাসকে হেলাফেলা হিসেবে নেবেন না। সকলে সামাজিক দূরত্ব মেনে চলুন, মাস্ক পরিধান করুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন ও ঘরে থাকার চেষ্টা করুন। আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে শিগগিরই ফিরে আসতে পারি।’
হাসপাতাল থেকে শাবনূর জানান, কিছুদিন ধরে তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করছিলেন। এর মধ্যে যোগ হয় পিঠের ব্যথা। পিঠের ব্যথা বেশি ভোগাতে থাকলে বাধ্য হয়ে হাসপাতালে চেকআপ করতে যান, চেকআপ শেষে বাসায় ফেরার পর জানতে পারেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
পরিবার নিয়ে কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়া-বাংলাদেশে যাওয়া-আসার মধ্যে থাকলেও করোনার সংক্রমণের কারণে ইচ্ছা থাকার পরও দেশে আসতে পারেননি তিনি।