সরকারি কর্মকর্তাদের যোগ্যতা থাকলেও জনপ্রতিনিধিদের নেতৃত্বেই উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন স্থাণীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রয়াত সদস্যদের পরিবার এবং চিকিৎসাগ্রহণকারী সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।
আগে দাতা দেশ গুলো বিভিন্ন শর্ত আরোপ করে দেশের উন্নয়নে ঋণের বরাদ্দ দিতো উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দাতাদের সাথে দরকষাকষির সক্ষমতা অর্জন করেছে বলেও জানান মন্ত্রী।
জনপ্রতিনিধিদের নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান মন্ত্রী।