ads
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কর ফাঁকি দিয়েছেন শাকিরা, হতে পারে জেল-জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত
কলম্বিয়ান পপ তারকা শাকিরা

কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছে স্পেন সরকার। সেটা আবার কীভাবে? এক দেশের নাগরিকের ওপর আরেক দেশের সরকার কর ফাঁকির অভিযোগ কেন তুলবে? আসলে, শাকিরা স্পেনেরও নাগরিক।

এই দেশটির অন্যতম সেরা ফুটবলার ডিফেন্ডার জেরার্ড পিকেকে বিয়ে করেছেন শাকিরা। সেই সূত্রে বছরের বেশিরভাগ সময় তিনি স্পেনে কাটান। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে শাকিরা ২০০ দিনের বেশি বার্সেলোনায় কাটিয়েছেন।

যেহেতু গায়িকার স্বামী জেরার্ড পিকে লিগ ফুটবলের অন্যতম দল বার্সেলোনায় খেলেন। তাই বার্সেলোনা শহরেই তাকে থাকতে হয়। বার্সেলোনার স্থানীয় একটি আদালতের দাবি, এই তিন বছরে শাকিরা মোট ৭ মিলিয়ান ডলার কর ফাঁকি দিয়েছেন। তার প্রমাণও নাকি আদালতে আছে।

বার্সেলোনার ওই আদালত গত ২০ জুলাই এ সংক্রান্ত একটি রুল জারি করেছে। সেখানে বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস লিখেছেন, উল্লেখিত তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় ধরে স্পেনে থেকেছেন। এ কারণে তিনি দেশকে কর দিতে অঙ্গীকারবদ্ধ।

তবে শাকিরার প্রতিনিধি দলের যুক্তি, গায়িকার মূল বাড়ি বাহামাতে। তবে স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বার্সেলোনাতেও শাকিরার একটা বাড়ি আছে। সেখানে ফুটবলার স্বামী জেরার্ড পিকের সঙ্গে তিনি থাকেন। তাদের দুই সন্তানও আছে।

এই রায়ের বিরুদ্ধে শাকিরার প্রতিনিধিরা বার্তা সংস্থা সিএনএনকে বলেন, ‘এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।’

স্পেনের কর আইনে বলা আছে, সেখানে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছরে তিনি কর দিতে বাধ্য। তাই সিএনএন-এর খবরে বলা হয়েছে, এই মামলায় শাকিরা দোষী সাব্যস্ত হলে তাকে জরিমানা করা হতে পারে। এমনকি জেলেও যেতে পারেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102