আবারও কলকাতায় গেলেন চিত্রনায়িকা পরীমণি। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় শপিং ও হোটেলের ছবি শেয়ার করেছেন এই নায়িকা।
বৃহস্পতিবার পরীর ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করা হয়।
ছবির ক্যাপশনে পরী লিখেছেন, ‘হ্যাপি ল্যান্ডিং’। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’।
তবে পরী কেন কলকাতায় গেছেন তা খোলাসা করেননি। জানা যায়, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। নিয়মিত চেকআপের জন্যই হয়তো এই কলকাতা সফর।
মাদক মামলায় গ্রেপ্তারের পর পরীর জীবনে কঠিন অধ্যায় নেমে এসেছিল। জামিন পেয়ে অবশ্য জমকালো আয়োজনে নিজের জন্মদিন পালন করেন এই নায়িকা।
এদিকে বর্তমানে ‘প্রীতিলতা’সহ বেশ কিছু চলচ্চিত্রের কাজ রয়েছে পরীর হাতে।