কান চলচ্চিত্রের ৭৪তম আসরে সেরা অভিনেত্রী নরওয়ের রেনে রেইনসিভ ও সেরা অভিনেতা হয়েছেন আমেরিকার ক্যালেব ল্যান্ড্রি জোন্স।
ক্যালেব লান্ড্রি জোন্স অস্ট্রেলিয়ার জাস্টিন কারজেল পরিচালিত ‘নিট্রাম’ ছবিতে নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি পেলেন। অন্যদিকে, রেনোত রাইনসভে অভিনয় করেছেন ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমায়।
শনিবার (১৭ জুলাই) পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে ৭৪তম কান উৎসব। এতে এবার সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতলো ফরাসি নারী নির্মাতা জুলিয়া দুকুরনোর ‘টিটান’। উৎসবের ইতিহাসে এই পুরস্কার পাওয়া দ্বিতীয় নারী পরিচালক তিনি।
আরও দেখুন: কান ২০২১: স্বর্ণপাম জিতলো জুলিয়া দুকুরনোর ‘টিটান’
দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘গ্রান্ড প্রিক্স’ যৌথভাবে পেয়েছে, অস্কার জয়ী ইরানি নির্মাতা আসগর ফারহাদির ছবি ‘আ হিরো’ এবং জুহো কোজমানেনের সিনেমা ‘কম্পার্টমেন্ট নম্বর সিক্স’।
পুরস্কার না জিতলেও বাংলাদেশের অভিনেত্রী আজমিরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ প্রশংসা কুড়িয়েছে বিচারকদের।