মোঃ তারিকুল ইসলাম, রাংগামাটি প্রতিনিধি: কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাইয়ের আয়োজনে ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মুনতাসীর জহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাপ্তাই, উপস্থিত ছিলেন জনাব, এ এইচ এম বেলাল চৌধুরী, অধ্যক্ষ কর্ণফুলী সরকারি কলেজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।