ads
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সেই ‘পু’ ফিরছে নতুন লুকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

বলিউডের দর্শকনন্দিত সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। যা এখনো মানুষ নতুন করে বার বার দেখে। এর জনপ্রিয়তা এখনো ঠিক আগের মতই রয়েছে। বক্স অফিস হিট করা এই সিনেমার গল্প কাঁদিয়েছে অনেক ভক্তদের। এতে অভিনয় করেছিলেন বলিউডের সব টপ তারকারা।

সিনেমাটিতে কারিনা কাপুরের শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা রাজ। এ সিনেমায় তার চরিত্রের নাম ছিল ‘পু’। কারিনা কাপুরও ‘পু’ নামে বেশ খ্যাত। সেই ছোট্ট মালবিকা এখন বড় হয়েছেন। আর ‘স্কোয়াড’ সিনেমা দিয়ে ফের আবির্ভূত হচ্ছেন। সম্প্রতি এ সিনেমায় মালবিকার প্রথম ঝলক প্রকাশ হয়েছে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, ‘স্কোয়াড’ সিনেমার ফার্স্ট লুকে মালবিকাকে অ্যাকশন অবতারে দেখা যাচ্ছে, হাতে রাইফেল। এই অ্যাকশন থ্রিলারে মালবিকাকে একইসঙ্গে খুনে ও লাস্যময়ী ভঙ্গিতে দেখা যাবে। রোমান্সও করবেন তিনি।

পত্রপত্রিকার খবর, এ সিনেমায় রিনজিং ডেনজংপার বিপরীতে দেখা যাবে মালবিকা রাজকে। বলিউড অভিনেতা জগদীশ রাজের মেয়ে মালবিকা। সিনেমাটি পরিচালনা করেছেন জ্যোতি কাপুর দাস। এর অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন অস্ট্রেলীয় স্টান্ট কো-অর্ডিনেটর কায়ার বেক, যিনি ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’, ‘ক্যাসিনো রয়্যাল’ ও ‘সান অ্যান্ড্রেয়াস’-এর জন্য বিখ্যাত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102