বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর সোমবার (১৩ ডিসেম্বর) দিন প্রকাশ্যে আসে। করোনার তথ্য গোপন রাখায় তার বাড়ি সিল করে দেয় বৃহমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। আর এবার অভিনেতা সঞ্জয় কাপুরের বাড়িও সিল করলো বিএমসি।
অভিনেতার স্ত্রী মহীপ কাপুর করোনা আক্রান্ত হওয়ার পর তাদের জুহুর বাড়িটি নিয়ন্ত্রিত জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া গত কয়েক দিনে যারা সঞ্জয় এবং তার স্ত্রীর সংস্পর্শে এসেছেন তাদের সবারই করোনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনো তাদের ফল জানা যায়নি।
এদিকে অভিনেতা সঞ্জয়ের মতোই কারিনা ও অমৃতা অরোরার বাড়ি আপাতত পৌরসভার নজরদারিতে। সোমবার দুই অভিনেত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। একই সঙ্গে তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা সোয়েল খানের স্ত্রী সিমা খানও করোনায় আক্রান্ত।
করণ জোহরের ‘কভি খুশি কভি গম’ সিনেমার ২০ বছর পূর্তি উপলক্ষে পার্টিতে গিয়েছিলেন কারিনা। সেখানে সবার সঙ্গে কিছুক্ষণ সময় কাটান নায়িকা। তার করোনা আক্রান্তের খবর জানা মাত্রই করণ, তার মা হিরু জোহর এবং তাদের ভবনের ৪০ জনের করোনা পরীক্ষা করা হয়। একই সঙ্গে তার ১০ কর্মীরও করোনা পরীক্ষা করা হয়।
জানা গেছে, এখন পর্যন্ত তাদের কারও করোনার রিপোর্ট পজিটিভ আসেনি। কিন্তু করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কের মধ্যে এভাবে পার্টির আয়োজন করায় কটাক্ষের মুখে পড়েছেন পরিচালক করণ।