সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি বলেন, ‘ভাল কাজ করার জন্য কারো শয্যাসঙ্গিনী হতে পারব না।’ এসময় সিনেমা ও সিনেমার বাইরের দুনিয়ার নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।
সাম্প্রতিক সময়ে খুব কম সিনেমায় তাকে দেখা যাচ্ছে টলিউডের এই অভিনেত্রীকে। ব্যক্তিগত জীবনে মা হওয়ার পর গেল ৪ জুন ‘হইচই’ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘পাপ’-এর দ্বিতীয় সিজন।
মা হওয়ার ব্যাপারে এই অভিনেত্রী বলেন, ‘শুভশ্রীর মতো ট্রলড হওয়ার কোনো অভিজ্ঞতা হয়নি আমার। কেউ কেউ বলেছেন, আগের থেকে ওজন বেড়েছে। কিন্তু এ ধরনের কথা আমি খুব একটা গায়ে মাখি না। আমি ব্রেস্টফিড করাই। আমার সন্তানকে সুস্থ রাখতে গেলে আমাকেও ভাল করে খাওয়া দাওয়া করতে হবে। তাই শুধু মাত্র নিজের চেহারার গঠনের কথা ভাবলে আমার চলবে না।’
এদিকে কাস্টিং কাউচের অভিজ্ঞতা সম্পর্কে পূজা বলেন, ‘আমি কখনো কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দিইনি। ভাল কাজ করার জন্য কারো শয্যাসঙ্গিনী হতে পারব না। এমন অনেককেই চিনি যারা কাজ পাওয়ার আশায় ভুল পথে হেঁটেছেন। কিন্তু শেষমেশ কাজ না পেয়ে ‘মি-টু’ অভিযোগ এনেছেন।’