শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুর সদর উপজেলার চরশেরপুরে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শেরপুর জেলা শাখার উদ্যোগে গত তিনদিনে সাঁকোটি নির্মাণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পারাপারে দুর্ভোগের শিকার চরশেরপুর ইউনিয়নের যোগিনী মুড়া, যোগিনী মুড়া নামাপাড়া, নয়াপাড়ার অন্তত কয়েক হাজার মানুষ। কিছুদিন আগে বৃষ্টির পানির ঢলে সেখানে থাকা কালভার্টটি ভেঙে পাশ্বের মৃগী নদীতে পড়ে যায়। পরে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শেরপুর জেলা শাখার সভাপতি আলমগীর আল আমিনের উদ্যোগে ৩০ ফিট একটি বড় সাঁকো বানানো হয়।
চরশেরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দুদু মিয়া বলেন, কালভার্টটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছিল এ সড়কে আসা লোকজন। জনসাধারণে দুর্ভোগ দেখে এগিয়ে আসেন আলমগীর আল আমিন।
স্থানীয় ইজিবাইক চালক রমজান আলি বলেন, কালভার্ট ভেঙে যাওয়ায় আমরা কষ্ট করে অন্য সড়কে যেতাম। এখন আলমগীর ভাই সাঁকো করে দিয়েছে তাই সহজেই যাতায়াত করা যাচ্ছে।
স্থানীয় সমাজসেবক এস এম নূরুল ইসলাম বাবুল বলেন, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি এভাবে জনসাধারণের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে তাই গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতেও সামাজিক কাজে সংস্থাটিকে পাশে পাবো।
সংস্থার শেরপুর জেলা শাখার সভাপতি আলমগীর আল আমিন বলেন, চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া নামাপাড়া, নয়াপাড়া ও কাজিরচরের লোকজন এ পথে চলাচল করে। কালভার্টটি ভেঙে পড়ায় তারা দুর্ভোগের শিকার হয়েছিল। এটা দেখে আমাদের জেলা কমিটি সাঁকোটি নির্মাণ করে দিয়েছে।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, কালভার্টটি পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।