নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই দিন আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন ফতুল্লা থানার পশ্চিম মাসদাইরের পঞ্চম তলা মোড়ের শাহিন মিয়ার বাড়িতে ভাড়া থাকে। সে আলতাব মিয়ার ছেলে। এর আগে, মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আগে থেকে সুমন ওই কিশোরীকে উত্ত্যক্ত করতো। বিষয়টি ভুক্তভোগী তার বাবাকে জানায়। সুমনকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে আর করবে না বলে প্রতিশ্রুতি দেয়। তবে এতে সে ক্ষিপ্ত ছিল। এর জেরে গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সুমন ওই কিশোরীকে বাড়ি থেকে বের করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বাসায় ফিরে আসে ভুক্তভোগী এবং পরিবারের কাছে বিষয়টি জানায়। এরপর কিশোরীর বাবা সুমনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, অভিযুক্ত সুমনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।