কুমিল্লায় নতুন করে আরও ৪৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪০জনে।
শনিবার কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য জানা জানান।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৫ জন, চৌদ্দগ্রাম ও হোমনা উপজেলায় ৫ জন করে, নাঙ্গলকোট, দাউদকান্দি, মনোহরগঞ্জ, মেঘনা, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় ১ জন করে, লাকসাম ও চান্দিনা উপজেলায় ৪ জন করে, বরুড়া উপজেলায় ৭ জন ও দেবিদ্বার উপজেলায় ২ জন রয়েছেন।
এদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চৌদ্দগ্রাম উপজেলার ৯০ বছর বয়সী এক মৃত নারীর ফলাফল পজিটিভ এসেছে। ফলে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৬৩ জনে দাঁড়ালো।
কুমিল্লা সিটি করপোরেশনে ১৮ ও দেবিদ্বারে ১৬ জনসহ এদিনে সুস্থ হয়েছেন ৪৪জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৬২জন।
জেলায় এ পর্যন্ত ৩০ হাজার ১৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ২৯ হাজার ৫১৬টি নমুনার।