শুক্রবার (১১ মার্চ) পৌনে ৬টার দিকে বরুড়ার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামে আলতাফ মিয়ার বাড়িতে এ আগুন লাগে।
নিহত ইয়াসমিন ওই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। দুই মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আসাদুজ্জামান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুড়ে যাওয়া বসতঘর থেকে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ঘটনার সময় তার স্বামী মসজিদে ছিলেন। তবে কীভাবে অগিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বসতঘরে বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে।