ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বুধবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করেছে গৌরীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দু’টি মামলার পর তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার গভীর রাতে ওই দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন-জেলার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের আবুল হাসেমের ছেলে আল আমিন ও একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে শরীফুল ইসলাম।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্রে এ খবর পেয়ে তাদেরকে ঘেরাও করি। পরে তাদের মধ্যে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের সঙ্গে জড়িত অন্যদেরও আটকে অভিযান অব্যাহত রয়েছে।