ads
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ২ মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩০ বার পঠিত

মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজিবি সেক্টরের সামনে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৫) এবং একই এলাকার বাবলু হোসেনের ছেলে তুষার (৪২)। আহতরা হলেন-প্রশান্ত ও পরিমল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, কুষ্টিয়া বিজিবি সেক্টরের সামনে থেকে ১০০ গজ পূর্বে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় আহত হন দুই মোটরসাইকেলের চার আরোহী। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে রাব্বি ও তুষার মারা যান। বর্তমানে ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102