কুষ্টিয়ায় মা-ছেলেসহ তিনজনকে মাথায় গুলি করে হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এএসআই সৌমেন রায়।
সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকি এনামুল হক চার ঘণ্টাব্যাপী তার জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে, রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রাক্তন স্ত্রী আসমা, তার ছেলে রবিন ও আসমার ছেলে বন্ধু শাকিলকে মাথায় গুলি করে হত্যা করেন এএসআই সৌমেন রায়। পরে স্থানীয়রা ইট-পাটকেল ছুঁড়ে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে।