ভারতের হালের অন্যতম আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী কৃতি শ্যানন। সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত পাওয়া যায় এই সুন্দরীকে।
এবার এক ভক্তের কাছে থেকে ‘জীবন নষ্ট’ করে দেয়ার মতো অভিযোগের মুখে যদি পড়তে হলো তাকে? কৃতী শ্যাননের সঙ্গে তার ফ্যানের এক টুইটে এমন কাণ্ড ঘটেছে। টুইট বার্তায় নায়িকার প্রতি গুরুতর অভিযোগ এনেছে এক যুবক। আর সেই দেখেই হেসে খুন নেটপাড়া!
পরম ছায়া নামের ওই টুইটার ইউজার কৃতীকে ট্যাগ করে টুইট করেন, ‘ছোট থেকেই আমাকে স্কুলে কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। আমি কারও ওপর রাগও করিনি, কেউ আমাকে বা আমার নাম নিয়ে কোনো মশকরা করেনি। কিন্তু যেদিন থেকে কৃতী শ্যাননের পরম সুন্দরী গানটা এসেছে, সবাই আমার পেছনে পড়ে গেছে, আমাকে নিয়ে হাসিঠাট্টা করছে। অন্তত হাজারবার আমাকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। কেন এমনটা করলে কৃতী? কেন আমার জীবন নষ্ট করলে?’ এর সঙ্গে হাসির ইমোজি জুড়ে দেয় পরম।