সারাদেশের কৃষক সমাজকে সংগঠিত করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করাই হবে এখন কৃষক লীগের লক্ষ্য; জানালেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা।
সকালে পুর্নাঙ্গ কমিটিকে সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কৃষক লীগ নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জানান, করোনার কারণে কমিটি পুর্নাঙ্গ করতে দেরি হলেও দেশের যেকোন দুর্যোগে মানুষের পাশে ছিল কৃষক লীগ কর্মীরা। কৃষকের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে কৃষক লীগ।
এ লক্ষ্যে তৃণমুল পর্যায়ে কৃষক সংগঠন তৈরি করে কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। সট: সমীর চন্দ, সভাপতি ও উম্মে কুলসুম স্মৃতি সাধারন সম্পাদক