স্টাফ রিপোর্টার, কপোত নবী : ২৯ সেপ্টেম্বর সোমবার রাতে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম সৃতি এমপি চাঁপাইনবাবগঞ্জ সফরে এসেছেন।
জেলায় আগমন উপলক্ষে সার্কিট হাউসে কৃষকলীগ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন, বাংলাদেশ কৃষকলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাকর্মীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ, চাঁপাইনবাবঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটু, সদর উপজেলা শাখার সভাপতি মো. রুহুল আমিন, বাংলাদেশ কৃষকলীগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রাসেল।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এইচএম ফাইজার রহমান কনকসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বাংলাদেশ কৃষকলীগ, কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম সৃতি এমপির সাথে কুশল বিনিময় করেন জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।