ads
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

কেন্দ্রে ফল ঘোষণার দাবি, ‘পুলিশের গুলিতে’ একজন নিহতের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ১৬ বার পঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলায় ভোট গণনার পর কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নে আজ সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কিন্তু ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা না করে পুলিশ ব্যালট বাক্স নিয়ে যাচ্ছিল। এ সময় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা পারভীনের কর্মী-সমর্থকরা কেন্দ্রেই ভোট গণনা করে ফলাফল ঘোষণার দাবি জানায়। কিন্তু পুলিশ তাতে কর্ণপাত না করলে উত্তেজিত কর্মী-সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায় এবং একটি পুলিশভ্যান আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে চার থেকে পাঁচজন আহত হয়। এরমধ্যে একজনকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, ‘ঘোষপাড়া ইউনিয়নে একজনের নিহত হয়েছে বলে শুনেছি। আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।’ পরে অবশ্য তিনি দাবি করেন, ‘পুলিশের গুলিতে নিহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102