ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

কেরানীগঞ্জে সৃষ্টি হিউম্যান রাইটস’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ সারাদেশে জেঁকে বসেছে শীত। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষদের। শীতার্ত ছিন্নমূল ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।

শনিবার সংস্থার কেরানীগঞ্জ মডেল থানা শাখার উদ্যোগে ৩ শতাধিক ছিন্নমূল ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন। আরও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক আবু নাঈম হোসন, সেন্ট্রাল কমিটির সুমন মুহম্মদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে আবু নাঈম হোসন বলেন, আমরা আপনারা সকলেই দেশের নাগরিক। আর বস্ত্র একজন নাগরিকের মৌলিক অধিকার। হাড় কাঁপানো শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা পাশে আছি।

এসময় তিনি আরও বলেন, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102