উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছে এটি। উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে বাঁধনের সেই ছবি শেয়ার করা হয়েছে ।
ফেসবুক পেজে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা হয়েছে: ‘নিখুঁত! আজমেরি হক, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমার অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন।’
জানা গেছে, আট দিনব্যাপী কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও দুদিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ২১ মার্চ ট্যাগোর থিয়েটারে এবং ২৩ মার্চ অজান্তা থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হবে।
রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবনসংগ্রামের গল্পে নির্মিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।
এর আগে কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’। প্রদর্শনের পর পেয়েছে স্ট্যান্ডিং ওভেশন, যা কানের ইতিহাসে বিরল।
কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ ক্যাটাগরির প্রথম সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ সবার বিশেষ নজরে প্রথম থেকেই ছিল। প্রদর্শনীর পর প্রশংসা এবং ভালোবাসা দুটিই পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’।