ads
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেয়ামত ঘনিয়ে আসছে, বোঝা যাবে এসব আলামতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ২৩০ বার পঠিত

কেয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী (সা.) এর আগমন। কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তার পর কেয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবেনা। নবী (সা.) এর দুনিয়াতে আগমনের অর্থ হলো, দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে, কেয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে।

আর এই কেয়ামতের আগে সবই ধ্বংসশীল। ছোট একটি হুকুমে মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি তার ভয়াবহতাও কল্পনাতীত। তবে তার আগে বেশ কিছু আলামত প্রকাশ পাবে। কী সেসব আলামত?

আল্লাহ তায়ালা বান্দার সতর্কতা জন্য দেড় হাজার বছর আছে কোরআনুল কারিমে সব বলে দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন-

‘একমাত্র আপনার মহিমায় এবং মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল।’(সূরা আর-রাহমান : আয়াত ২৬-২৭)

তাছাড়া রাসূলুল্লাহ (সা.) হাদিসে পাকে কেয়ামতের আগে সংঘটিত অনেকগুলো ঘটনার বর্ণনা দিয়েছেন। যার অনেক কিছুই সমাজে দেখা যাচ্ছে। হাদিসের বর্ণনা অনুযায়ী বুঝা যাচ্ছে যে, কেয়ামত খুবই সন্নিকটে। মানুষ চরম বাড়াবাড়িতে লিপ্ত। তাই কেয়ামত সম্পর্কে সজাগ থাকতে বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.) ঘোষিত আলামতগুলো তুলে ধরা হলো।

রাসূলুল্লাহ (সা.)বলেছেন-

> মানুষ যখন অবৈধভাবে সম্পদ উপার্জনে প্রতিযোগিতা করবে।

> গচ্ছিত সম্পদের তথা আমানতে খেয়ানত করবে।

> জাকাত দেয়াকে জরিমানা মনে করবে।

> ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে (জাগতিক) বিদ্যা অর্জন করবে।

> পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে।

> মায়ের সঙ্গে (সন্তান) খারাপ আচরণ করবে।

> বাবাকে বাদ দিয়ে (সন্তান তার) বন্ধুকে আপন করে নেবে।

> মসজিদে শোরগোল (বিশৃঙ্খলা সৃষ্টি) করবে।

> জাতির দূর্বল ব্যক্তি সমাজের নেতৃত্ব দেবে।

> নিকৃষ্ট ব্যক্তিরা জনপ্রতিনিধি হবে।

> খারাপ কাজে সুনাম-সুখ্যাতি অর্জন করবে এবং এই খারাপ কাজের ভয়ে ওই ব্যক্তিকে সম্মান করা হবে।

> বাদ্যযন্ত্র ও নারী শিল্পীর অবাধ বিচরণ বেড়ে যাবে।

> মদ পান করা হবে।

> বংশের শেষ প্রজন্মের লোকজন আগের প্রজন্মকে অভিশাপ দেবে।

সে সময়ে তীব্র বাতাস প্রবাহিত হবে, যার ফলশ্রুতিতে একটি ভূমিকম্প ভূমিকে তলিয়ে দেবে। (তিরমিজি) যখনই কেয়ামত সংঘটিত হবে। সে সময় কী ঘটবে? কোরআনুল কারিমে তাও বর্ণনা করা হয়েছে। আল্লাহ তায়ালা কেয়ামতের আগে ভূমিকে এমনভাবে প্রকম্পিত করবেন যে, জমিন তার গর্ভে ধারণ করা সব বস্তুকে বের করে দেবেন। কোরআনুল কারিমে এ কথা এভাবে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন-

‘যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। যখন সে তার বোঝা বের করে দেবে।’ (সূরা যিলযাল: আয়াত ১-২)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, কেয়ামত সংঘটিত হওয়ার আগে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে জীবনের শেষ মুহূর্তভেবে উল্লেখিত কাজগুলো থেকে বিরত থাকা জরুরি। আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে কেয়ামতের সব আলামত ও তার ভয়াবহতা থেকে হেফাজত করুন। ঈমান ও নেক আমলের ওপর জীবন যাপন করার তাওফিক দান করুন। আমিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102