বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন বরগুনার মেয়ে হাফেজা শারমিন আক্তার রাইতাকে।
শুক্রবার (৩১ জানুয়ারি) আসরের নামাজের পর গাজিপুরের রাজিন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে।
সারজিসের শ্বশুর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। তবে তিনি স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে ঢাকার বাসাবো জোনের শাহজাহানপুর এলাকায় থাকেন। সারজিস আলমের স্ত্রীর নাম শারমিন আক্তার রাইতা। রাইতা এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার বড়। তিনি কোরআনের হাফেজা।
এ তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।