বাংলা সিনেমার পাশাপাশি মালয়ালম, তেলেগু সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী এনা সাহা। অভিনয়ের পাশাপাশি টালিউডে প্রযোজনাও করেছেন তিনি। আর এবার দেশ পেরিয়ে কোরিয়ান সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
অভিনেত্রী এনা ভারতীয় গণমাধ্যমকে জানান, এখনো কিছু চূড়ান্ত হয়নি। কোরিয়ার একটি সিনেমায় ভারতীয় রাজকন্যার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আর এখনো সিনেমাটি নিয়ে চুক্তি স্বাক্ষর হয়নি।
তিনি আরও জানান, কোরিয়ান সিনেমাটিতে তাকে কেন্দ্রীয় চরিত্রের অফার করা হয়েছে। এর অন্যতম প্রযোজক ওয়্যাং জো লি জ্যাকি চ্যানের একাধিক সিনেমার স্টান্টম্যান ছিলেন।
মূলত, ভারতীয় এক রাজকন্যা ও কোরিয়ান রাজার মধ্যকার প্রেমের কাহিনী ঐতিহাসিক প্রেক্ষাপটে তুলে ধরা হবে সিনেমায়।
জানা গেছে, সিনেমাটিতে এনার বিপরীতে কোরিয়ার কোনো বড় তারকা অভিনয় করবেন। আর সিনেমাটি নিয়ে যদি ভারতীয় এই অভিনেত্রীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় তাহলে এর ৩০ থেকে ৪০ শতাংশ শুটিং হবে ভারতে। আর বাকি অংশের শুটিং হবে কোরিয়ায়। এ জন্য কোরিয়ায় যেতে হবে এনা সাহাকে।
প্রসঙ্গত, এনা সাহা ২০১১ সালে ‘আমি আদু’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর প্রযোজক হিসেবেও অভিষেক করেন। আর এবার চুক্তি স্বাক্ষর হলেই কোরিয়ান সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।