ঐশ্বরিয়ার পর ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খানের সম্পর্ক নিয়ে তুমুল চর্চা হয়েছে। দুজনের প্রেমের সম্পর্ক ছিন্ন হলেও বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে। জুটি বেঁধে একের পর এক ছবিতে অভিনয়ও করেছেন।
এদিকে সালমান একা থাকলেও ঘর বাঁধতে চলেছেন ক্যাটরিনা। আরেক অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করতে যাচ্ছেন এই সুন্দরী। তাদের ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে নিত্যনতুন জল্পনা উঠে আসছে।
শোনা যাচ্ছে, ডিসেম্বরের ৭-৯ তারিখে রাজস্থানে বিলাসবহুলভাবে বিয়ে হবে ক্যাটরিনা ও ভিকির। তার আগে মুম্বাইতে আইনিমতে বিয়ে সারবেন তারা। তবে কেউই এসব নিয়ে মুখ খোলেননি।
এদিকে সদ্য জানা গেল, ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রিত নন সাবেক প্রেমিক সালমান খান। আর এই তথ্য দিয়েছেন সালমানের ছোট বোন।
এর আগে অবশ্য সালমানকে ছেড়ে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন ক্যাটরিনা। তবে সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। অবশেষে ভিকির সঙ্গে থিতু হতে চলেছেন তিনি।
প্রেম না টিকলেও সালমান খানের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক ক্যাটরিনার, এমনকি সালমানের পুরো পরিবার স্নেহ করে তাকে। কিন্তু বৃহস্পতিবার সালমানের বোন অর্পিতা খান শর্মার বক্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হলো।
অর্পিতা ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, আমরা বিয়ের জন্য কোনো আমন্ত্রণ পাইনি।