ads
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী শ্যানেন

শেরপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১৯ বার পঠিত

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন মার্কিন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি। যিনি ‘বেভারলি হিলস, ৯০২১০’ এবং ‘চার্মড’ সিরিজ দুটিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। শনিবার ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, অভিনেত্রী শ্যানেন ডোহার্টির প্রতিনিধি লেসলি স্লোনে এক বিবৃবতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্লোনে বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, অভিনেত্রী শ্যানেন ডোহার্টি শনিবার (১৩ জুলাই) মারা গেছেন। অসুস্থতার দীর্ঘ সময়ে অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার মেয়ে, বোন, খালা এবং প্রিয় একটি পোষ্য।’

ডোহার্টির শরীরে যে মরণব্যাধি ক্যানসার বাসা বেঁধেছে, এ খবর তিনি প্রথম প্রকাশ করেন ২০১৫ সালে। সে সময় অভিনেত্রী বলেছিলেন, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। এর দুই বছর পর জানা যায়, ডোহার্টি স্তন ক্যানসার থেকে সেরেও উঠেছেন।

এরপর ২০২৩ সালে ডোহার্টি ফের জানান, ক্যানসার এবার তার মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে, যা চতুর্থ স্তরে ছিল। কিছুদিন আগে একটি পডকাস্টে এসে ক্যানসারের সঙ্গে বসবাসের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন ডোহার্টি। যেটি প্রচার হয় গত ৪ জুলাই। এর ৯ দিন পরই চলে গেলেন আপন ঠিকানায়।

ডোহার্টির মৃত্যুতে শোকের ছায়ায় নেমে এসেছে সতীর্থদের মধ্যে। সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে প্রয়াত অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজের অভিনয়শিল্পীরা।

ডোহার্টি অভিনয়ে আসেন মাত্র ১০ বছর বয়সে। ওই সময়ে টেলিভিশন সিরিজ ‘মাদার মাফি’তে অভিনয় করেন তিনি। সে সময় শিশু ডোহার্টির অভিনয় নজর কাড়ে কিংবদন্তি অভিনেতা মাইকেল ল্যান্ডনের। তার চেষ্টায়ই ‘লিটস হাউস অন দ্য প্রেইরি’তে জেনি ওয়াইল্ডারের ভূমিকায় পর্দায় আসেন ডোহার্টি।

এরপর সিরিজ ‘আওয়ার হাউস’ এবং ১৯৮৫ সালের সিনেমা ‘গার্লস জাস্ট ওয়েস্ট টু হ্যাভ ফান’ এবং ১৯৮৮ সালের সিনেমা ‘হেথারস’সহ বিভিন্ন সিরিজ ও টেলিভিশনে নিয়মিত হন ডোহার্টি।

১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত চলা টেলিভিশন সিরিজ ‘বেভারলি হিলস, ৯০২১০’ এবং এর স্পিন অব ‘৯০২১০’ সিরিজে স্কুলছাত্রী ‘ব্রেন্ডা ওয়ালস’ চরিত্রে ডোহার্টি দারুণ জনপ্রিয়তা পান। এরপর ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত চলা ‘চার্মড’ সিরিজে কাজ করেও পান জনপ্রিয়তা।

নব্বইয়ের দশকে ‘অলমোস্ট ডে’ এবং ‘মালারটস’ সিনেমায় অভিনয় করেন ডোহার্টি। ২০০২ এবং ২০০৩ সালে মুক্তি পায় অভিনেত্রীর ‘দ্য রেন্ডারিং’ এবং ‘ভিউ অব টেরর’ সিনেমা দুটি। এরপরও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিনেমা এবং সিরিজে ডোহার্টির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:০৬
  • ১৫:৪৬
  • ১৭:২৭
  • ১৮:৪৫
  • ৬:৪১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102