ব্লাড ক্যান্সারে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী কিরণ খের। দেশটির জনতা পার্টির তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়। অভিনেত্রী কাম রাজনীতিবিদকে নিয়ে উদ্বেগ গোটা ইন্ডাস্ট্রির। তার শরীরে প্রচুর মায়েলুমা পাওয়া গিয়েছে। ব্লাড ক্যান্সারের একটি ধরণ এটি। এখন সারা শরীরে ছড়িয়ে পড়েছে এই রোগ। মুম্বইয়ে চিকিৎসা চলছে অভিনেত্রীর। সদ্য জানা যায় গত নভেম্বরে অভিনেত্রীর বাঁ হাত ভেঙ্গে যায়।
সেই চিকিৎসা চলাকালীন বিভিন্ন পরীক্ষায় জানা যায় অভিনেত্রীর বিভিন্ন শারীরিক সমস্যার কথা। ডিসেম্বর থেকে শুরু হয় তার চিকিৎসা। এখনও মুম্বইয়ে তার চিকিৎসা চলছে।
অনুপম খের বা তার পরিবারের তরফ থেকে এখনও এই বিষয়ে মুখ খোলেন নি কেউই। খবর জানার পর থেকেই শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফিরুন, কামনা গোটা ইন্ডাস্ট্রির।