জানা গেছে, বংশপরম্পরায় এই রোগ তার শরীরে এসে বাসা বেঁধেছে। গত ৪ মাস আগে একটা মাংসপিণ্ড নজরে আসে তার। এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি বায়োপসি করালে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। এরপর তার অস্ত্রোপচার করে তার টিউমার অপসারণ করা হয়।
এরই মধ্যে ৯টি কেমোথেরাপি নিয়েছেন হামসা। আরও ৭টি কেমোথেরাপি বাকি রয়েছে তার। যারা অভিনেত্রীর স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খবর নিয়েছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
১৮ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে হামসার মা মারা যান। এরপর থেকে নিজেকে নিয়ে ভয়ে ছিলেন। শেষ পর্যন্ত তিনি নিজেও আক্রান্ত হয়ে গেলেন।