চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে? নিয়মিত ব্যবহার করুন ক্যাস্টর অয়েল। এটি ব্যবহারে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি গজাবে নতুন চুল। চুল ঝলমলে করতেও জুড়ি নেই ক্যাস্টর অয়েলের। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল।
ক্যাস্টর অয়েলের সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে কুসুম গরম করে নিন। এবার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগান। একটি তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিংড়ে নিন। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে ক্যাস্টর অয়েলের সঙ্গে মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
২ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ পেঁয়াজের রস মেশান। মিশ্রণটি চুলে আধা ঘণ্টা লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলের বৃদ্ধি বাড়বে। পাশাপাশি বন্ধ হবে চুল পড়া।