ads
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৩ বার পঠিত
মির্জা মেহেদী তমাল (বাঁয়ে) ও এমএম বাদশাহ (ডানে)

বিপুল ভোটে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। এছাড়া, আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির সিএনই এমএম বাদশাহ্।

রবিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন মো. শহিদুল ইসলাম ও উত্তম চক্রবর্তী।

এর আগে, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৯৯ জন। মোট ভোট পড়েছে ২৮৪টি।

মির্জা মেহেদী তমাল সভাপতি পদে ১৪৫ ভোট, সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ্ ১১৯ ভোট, শহিদুল ইসলাম রাজী যুগ্ম-সম্পাদক পদে ১৪৭ ভোট, আমিনুল ইসলাম অর্থ সম্পাদক পদে ১৭৪ ভোট, নিহাল হাসনাইন সাংগঠনিক সম্পাদক পদে ১৫৬ ভোট ও দফতর সম্পাদক পদে ইসমাঈল হোসেন ইমু ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া, কার্যনির্বাহী সদস্য পদে আবু হেনা রাসেল ২১৩ ভোট, আইয়ুব আনসারী ১৩৪ ভোট ও মাহবুব আলম ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102