ক্ষমা করে দিও _____মোয়াজ্জেম চৌধুরী
কেমন করে বাঁচি
নেই তো কোন উপায়,
কেমন করে সব হারিয়ে গেল
বুঝতে যেও পারিনি।
কেমন ছিল জীবন
আর এখন কেমন হলো,
সব কিছু হারিয়ে হয়ে গেল নিঃস্ব।
এ জীবনে বাকী নেই আর কিছু
অল্প জীবনেই হয়ে গেছে সব পূর্ণ,
তাই বলে কি কেড়ে নিলে সব কিছু
তুমি ছাড়া বলো আর কে আছে আমার
বলবো মনের সব কথা গুলো ।
ওরা পথ চেয়ে থাকে ফিরবো
আশায় আশায় পূর্ণ করবো সব কিছু,
দূর থেকে আকাশ পানে থাকায় মাছুম শিশু
কোথায় গেলো আর নাহি এলো ফিরে।
সেও ভাবে আমার বিচরণ
অন্য কোন গৃহে,
কল্পনায়ও যাই না ধারে কাছে
কেবল তোমার স্মৃতি নিয়ে আছি পড়ে।
বছর কয়েক আগে দেহে যে ধরেছিল ঘুনে
আবারও ফিরে এসেছে সারা অঙ্গ জুড়ে,
খোদার দয়ায় তখন করেছিলাম সব
আরোগ্যলাভ হয়েছিল তবে।
এখন আর নেই কোন পথ
নেই কোন আশ্রয়স্থল,
কেবল মালিকের হুকুমে
যদি আসে প্রশান্তি মন শরীরে।
আর যদি হয় না ফেরা
চলে যাই অচিন পুরে,
যেথায় চলে গেছেন
কত প্রিয় আর ও প্রিয়৷
কেউ আসেনি আর ফিরে
ফিরবেও না আর কোনদিন।
তবুও স্বপ্ন দেখি তোমাদের নিয়ে
হাসি ফুটাবো সকলে মুখে,
সকলের চাওয়া হয়না যদি পাওয়া
ক্ষমা করে দিও তবে ।
সকলের তরে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমি
আমার মাটির ঘরটা দেখিয়ে দিও তুমি,
ঘুমন্ত আমায় ডেকো না
সাড়া আর দিতে পারবো।
ক্ষমা করে প্রভু আগলে রেখো তাদের
যাদের কাছে বেড়ে উঠেছি আমি,
আমার তরে এসেছে যারা
তাদেরও রেখো যত্ন করে৷
না বলে চলে গেলে
নিয়ে গেলে প্রভু,
ক্ষমা করে দিও আমায়
বারবার বলে যাই
ক্ষমা করে দিও আর যে বলার নাই।।