খাগড়াছড়ি; খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে মাদকসহ মোঃ কবির হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোন। সোমবার (১৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতে দীঘিনালা উপজেলার মেরুং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে মোঃ কবির হোসেন (৩২) এর বাড়িতে মোট ৫০১ পিস ইয়াবা, বাংলা মদ ও গাঁজা উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর তড়িৎ অভিযানে উক্ত মাদক ব্যবসায়ী পালাতে ব্যর্থ হয়।
দীঘিনালা থানা অফিসার্স ইনচার্জ উত্তম চন্দ্র দেব বলেন, আটককৃত ব্যক্তি একজন ইয়াবাসেবী ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে তার বিরুদ্ধে দুইটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
খাগড়াছড়ি সেনা রিজিয়ন ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে শান্তি,শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার্থে ভয়ংকর মাদকের বিরুদ্ধে এধরণের আভিযানিক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছে।