ads
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম

খালার বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৪১ বার পঠিত

রাজশাহীর বাগমারায় খালার বাড়িতে বেড়াতে এসে ট্রলির ধাক্কায় এরশাদ আলী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে ট্রলির ধাক্কায় এরশাদ নিহত হয়। এরশাদ নওগাঁর সদর থানার আরজি নওগাঁর রহিদুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার সকালে এরশাদ পায়ে স্কেটিং জুতা ও কানে হেডফোন লাগিয়ে বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে সাতটার দিকে সে ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে ওঠে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি এরশাদকে ধাক্কা দেয়। এতে ট্রলির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এরশাদের মৃত্যু হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ওই কিশোরের কানে হেডফোন ছিল। এ কারণে সে বিপরীত দিক থেকে আসা ট্রলির শব্দ শুনতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরই ওই ট্রলির চালক পালিয়ে গেছেন। পরিবারের আবেদনের ভিত্তিতে ওই কিশোরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এরশাদের খালু নজরুল ইসলাম বলেন, শুক্রবার এরশাদ আলী তার বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102