ads
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা অমানবিক’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সরকারি আদেশে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে (বিদেশ) যাওয়া নিষিদ্ধ করাকে আমরা অমানবিক বলে মনে করি। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা মানবিক কর্ম। এটাই আমাদের দাবি।’

বুধবার (৯ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা হয়।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে নজরুল ইসলাম খান আরও বলেন, ‘দীর্ঘদিন খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে ছিলেন, কিন্তু সুস্থ হতে পারেননি। তার সুচিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে নিতে হবে। তিনি যাবেন কি যাবেন না সেটা ভিন্ন কথা।’

তিনি বলেন, ‘আজকে করোনায় হাজারও মানুষ অকালে মারা যাচ্ছে। সেটা সংখ্যায় কত? সরকারের দেওয়া সংখ্যায় মানুষ বিশ্বাস করে না। এ থেকে মুক্তি চায়। মানুষ চায় তাদের কাছে দায়বদ্ধ একটা সরকার। আর সেটা সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।’

এ সময় উপস্থিত ছিলেন– মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102