ads
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম

খাল উদ্ধারে অনড় ডিএনসিসি, তৃতীয় দিনের অভিযানে ৯ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১১৩ বার পঠিত

খালের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা তৃতীয় দিনের মতো অভিযান পরিচালনা করে ব্যাপক উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে নয়টি পাকা স্থাপনা, একটি হাউজিংয়ের গেট ও আশপাশের বেশ কিছু ছোট স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

শনিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ও স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।

ডিএনসিসির তথ্য কর্মকর্তা মো. পিয়াল হাছান জানান, খাল ও খালের পাড় দখল করে একটি বাণিজ্যিক ফার্ম ও কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন খালের জায়গা উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। তারই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, তিনদিনের অভিযানে প্রায় ৭০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে এখন পর্যন্ত ২০ বিঘা জমি উদ্ধার করা হয়েছে। এছাড়া রামচন্দ্রপুর খালের ১০ টন বর্জ্য পরিষ্কার করে খননকাজ চালানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102