ads
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

খোলা আকাশের নিচে এ কেমন হোটেল!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৬৭ বার পঠিত

খোলা আকাশের নিচে অদ্ভুদ এক হোটেল! যার নেই দরজা-জানালা, মাথার ওপর ছাদ ও চারপাশে দেয়াল।

তবে এই হোটেলের রয়েছে বিছানা ও বাতিসহ থাকার জন্য সব ধরনের সুবিধা। এমন সাতটি উন্মুক্ত হোটেল পাওয়া যায় সুইজারল্যান্ডে। তবে প্রত্যেকটিতে বিছানা থাকবে একটি।

যৌথভাবে এমন হোটেলের বাস্তবায়ন করেছেন সুইজারল্যান্ডের দুই উদ্ভাবক ভ্রাতৃদ্বয় ফ্রাঙ্ক ও প্যাট্রিক রিকলিন এবং উদ্যোক্তা ড্যানিয়েল শারবোনি।

হোটেলের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যে কারও নজর কাড়বে।
রাতের বেলায় পর্বতমালা ও মিটিমিটি তারার অপূর্ব দৃশ্য মুগ্ধ করবে আপনাকে। তাঁবুর মতো অনুভূতি মেলে এখানে।

নুলস্টার্ন উদ্যোক্তারা এই প্রকল্পকে বলছেন জিরো রিয়েল এস্টেট।

হোটেলটির নাম ‘নুলস্টার্ন। এর ইংরেজি হলো ‘জিরো স্টারস’।

নুলস্টার্ন ২০১৬ সালে সুইজারল্যান্ডের পূর্বাঞ্চল গ্রাউবুন্ডেনে একটি বিছানা দিয়ে নুলস্টার্নের যাত্রা শুরু হয়।

সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৬ হাজার ৪৬৩ ফুট। হোটেলে ৫ মিনিটের হাঁটা দূরত্বে গণশৌচাগারে যেতে হয় অতিথিদের। একটি হোটেলের ভাড়াপ্রতি রাতে ৩০০ ডলার (২৬ হাজার টাকা)।

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102