ads
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম

গণতন্ত্র হত্যা দিবস পালন করছে বিএনপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

৩০ ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুননির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দলটি।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ চলছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ এনে বিএনপি এই দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। সে অনুযায়ী আজ বেলা ১১টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ১০টা থেকেই প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা–কর্মীরা জড়ো হতে থাকেন। প্রেসক্লাবের সামনের সড়কে মেট্রোরেলের কাজ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি নেতাদের রাস্তার একপাশে রাখার চেষ্টা করছেন।

সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।

একই দাবিতে সারাদেশে জেলা ও মহানগর বিএনপিও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এছাড়া, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীসহ জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102