ads
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভিজিডির চাল কিনে গোডাউনে মজুদ, গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ২৩ বার পঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভিজিডির চাল কার্ডধারীর নিকট থেকে ক্রয় করে কালোবাজারে বিক্রির জন্য গোডাউনে মজুদ করার অপরাধে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার ও ৫০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, থানার ওসি আব্দুল্লাহিল জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রামজীবন ইউনিয়নের নিজ পাড়া গ্রামের নুরুল হক সরদারের ছেলে মোস্তাফিজুর রহমানের বসতবাড়ির একটি ঘর থেকে ৫০ বস্তা চাল জব্দ করেন। পাশাপাশি ব্যবসায়ী মকবুল হোসেন ও আয়নাল মিয়াকে আটক করে রাতেই থানায় নিয়ে আসা হয়। পরে তাদের ২৫/২৫(১) ধারায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন রেশনভূক্ত চাল কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার অপরাধে গ্রেপ্তার দেখানো হয়। জব্দকৃত চালের পরিমান ১ হাজার ৫০০ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে দুই ব্যবসায়ী জানান- ভিজিডি কার্ডধারীদের নিকট চাল ক্রয় করা হয়েছে। মকবুল নিজ পাড়া গ্রামের ইউসুফ উদ্দিন ও আয়নাল একই গ্রামের আলেফ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে শুক্রবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার বাদী হয়ে ৬ ব্যবসায়ীসহ অজ্ঞতানামা ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হচ্ছে- নিজ পাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে খালেক ব্যাপারী, ওবাইদুল হকের ছেলে আশেক আলী, বক্তার আলীর ছেলে ফুল মিয়া, আলেফ উদ্দিনের ছেলে দেলবর।
রামজীবন ইউপি চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান জানান, কার্ডধারীদের নিকট থেকে ব্যবসায়ীদের চাল ক্রয়ের বিষয়টি তার জানা নাই।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, এর পেছনে অন্য কোন রহস্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ১৬:১৯
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৬:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102