গাইবান্ধায় মাদক মামলায় মো. আব্দুর রশিদ প্রধান নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ প্রধান জেলার সাঘাটা উপজেলার চিনিরপটল গ্রামের মৃত আইয়ূব হোসেনের ছেলে।
আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) শফিকুল ইসলাম জানান, ২০১৮ সালে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় হাতেনাতে রশিদকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, আসামির জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।