ads
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩২৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩ বার পঠিত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে। চলমান যুদ্ধবিরতি আকস্মিক এক তরফাভাবে ভঙ্গ করে দখলদার বাহিনীর এই নজিরবিহীন হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের নির্বিচারে বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৩২৬ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পাশাপাশি গাজায় সর্বাত্মক অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাশাপাশি নতুন করে ওই এলাকার বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে বাধ্য করছে।

হামাস বলেছে, ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদও একই অভিযোগ করে বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবেই ১৯ জানুয়ারি থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির চুক্তিটি ভেঙে দিয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি প্রসারিত করার আলোচনায় অগ্রগতি না হওয়ায় তিনি এই সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

চুক্তি লঙ্ঘন করে রোজার মধ্যে আকস্মিক এই বিমান হামলার কারণে গাজার নিরীহ লোকজন হতবিহ্বল হয়ে পড়েছেন। উপত্যকার বিভিন্ন স্থানে যেন রক্তের নহর বয়ে গেছে। নিরীহ শিশুদের লাশের সারি সামনে রেখে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ-বাতাস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১২:১১
  • ১৬:২৬
  • ১৮:১১
  • ১৯:২৪
  • ৬:০৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102