ads
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম

গাজীপুরে অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য টাঙ্গাইল সদর উপজেলার ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে রনি শিকদার (২৬)।

পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্তব্যরত ছিলেন রনি শিকদার। বুধবার তার স্ত্রীর ডেলিভারি হওয়ার কথা। এজন্য তিনি ছুটি নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন। একপর্যায়ে রনি শিকদার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে উল্টো পথে আসা একটি অটোরিকশা তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় রনি শিকদার মহাসড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর অটোরিকশটি আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102