গাজীপুরের টঙ্গীতে একজন ওয়ার্কশপ মেকানিকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আসাদুল ইসলাম আসাদ (৪৫)। র্যাব তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন আসাদের স্ত্রী।
গতকাল শনিবার সন্ধ্যায় টঙ্গীর এরশাদনগর এলাকায় এই ঘটনা ঘটে। যদিও আসাদের স্ত্রীর এই অভিযোগ অস্বীকার করেছে র্যাব।
আসাদ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার হাসাইল গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে। তিনি টঙ্গীর এরশাদনগর ৫ নম্বর ব্লকের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন।
আসাদের লাশ টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
আসাদের স্ত্রী জেসমিন আক্তার গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, গতকাল দুপুরের দিকে হঠাৎ তাদের বাসায় উপস্থিত হন পাঁচ-ছয়জন র্যাব সদস্য। তাদের ঘরে ‘জিনিস’ আছে বলে তা বের করতে বলেন তারা। কিন্তু কী বের করতে হবে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে পুরো ঘর তল্লাশি শুরু করেন তারা।কিছু না পেয়ে আসাদকে পেটাতে থাকেন। ঘটনাস্থলেই আসাদ মারা যান।
রাত ১০টার দিকে র্যাব-১-এর সিইও আবদুল্লাহ আল মোমেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘আসাদ মাদক ব্যবসায়ী। আজও (গতকাল) তিনি ৬০০ ইয়াবা সাপ্লাই দিয়েছেন। আরও ইয়াবা তার বাসায় আছে জেনে র্যাব সদস্যরা সেখানে যান।
র্যাব সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে একপর্যায়ে আহত হন আসাদ। হাসপাতালে নেয়ার ২০ মিনিট পর তিনি মারা যান।
এ ঘটনায় র্যাবের দুইজন সদস্যও আহত হয়েছেন বলে তিনি জানান।