ads
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ দুটি মহাসড়কই ফাঁকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৯ বার পঠিত

এবার ঈদে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ দুটি মহাসড়কই ফাঁকা। এখন পর্যন্ত যানজটের ভোগান্তি নেই, স্বস্তিদায়ক হচ্ছে ঈদযাত্রা।

পুলিশ, যাত্রী ও স্থানীয়রা জানায়, গাজীপুর শিল্প এলাকার বিভিন্ন কারখানা ছুটির পর বাড়ি ফিরতে শুরু করেছেন বিভিন্ন পেশার মানুষ। গাজীপুর থেকে প্রতিবছর ঈদে বাড়ি ফিরতে নানা ভোগান্তির শিকার হতে হয় ঘরমুখোদের। ভোগান্তির কারণ দীর্ঘ যানজট। এবারও ঈদুল ফিতরে বাড়ি ফেরা মানুষের চাপ থাকলেও ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেই যানজট। ফলে ভোগান্তি নেই মহাসড়কে। স্বস্তিদায়ক হচ্ছে বিভিন্ন পেশার মানুষের ঈদযাত্রা। ঈদের ছুটিতে লাখ লাখ মানুষ বাড়ি ফিরছেন স্বাচ্ছন্দ্যে এবং স্বস্তিতে। তবে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রতি বছরই ঈদে গাজীপুরে যানজটের কেন্দ্রবিন্দু থাকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকা। এখান থেকেই উত্তরবঙ্গের যাত্রীরা বাড়ি ফিরতে বিভিন্ন যানবাহনে যাত্রা শুরু করে। এবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কের চন্দ্রা মোড় এলাকা পুরোই ফাঁকা। যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। স্বস্তিতে মানুষ বাড়ি ফিরছে।

অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, ভোগড়া, চান্দনা চৌরাস্তা, শ্রীপুরের মাস্টার বাড়ি, মাওনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় যানজটের চিত্র নেই। পুরো মহাসড়কটি ফাঁকা। এ মহাসড়কটি দিয়েও বিভিন্ন জেলার মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইজ উদ্দিন জানান, এবার ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চাপ থাকলেও চন্দ্রা মোড়সহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোথাও যানজট নেই। তবে বিভিন্ন যাত্রী পরিবহনের চাপ থাকলেও মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।

এদিকে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পুরো ফাঁকা। এ মহাসড়কে কোনো যানবাহনকে যানজটের কারণে থামতে হচ্ছে না। মহাসড়কটিতে এবার যানজটের কোনো আশঙ্কা নেই। ঈদযাত্রা মানুষের স্বস্তিদায়ক হবে বলে আশা করছি। পুলিশ নিরলসভাবে যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করে যাচ্ছেন। ‌

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102