ads
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম

গাজীপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৪১ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে ছমিরুন নেছা (২৫) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ফজলুর রহমান ফরহাদ পলাতক রয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় গাজীপুরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পশ্চিম থানা পুলিশ।

নিহতের ছমিরুন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা সন্নাষীভিটা গ্রামের ছামিদুল হকের মেয়ে। সে স্বামীর সাথে গাজীপুরা এলাকায় আলী আকবর মিয়ার বাড়ীতে বসবাস করে স্থানীয় একটি পোষাক কারখানা চাকরি করতেন।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বেশ কিছুদিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিলো। তবে স্ত্রী ছমিরুনকে সন্দেহ করতো তার স্বামী। গত বুধবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় তারা। বৃহস্পতিবার সকালে কোন এক সময় নিহতের স্বামী ফরহাদ বাহির থেকে ছিটকিনি দিয়ে চলে যায়। পরে ওই বাড়ির লোকজন কোন সাড়া-শব্দ না পেয়ে দুপুরে ঘরের ছিটকিনি খুলে দেখে ছমিরুন বিছানায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ খবর পেয়ে গাজীপুরা আলী আকবর মিয়ার বাড়ি থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় নখের আচড়সহ শরীরের বিভিন্নস্থানে আগাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ঘটনায় তার স্বামী ফরহাদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102