ads
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

গারো পাহাড়ের শাল-গজারি বনকে বায়োস্ফোয়ার রিজার্ভ ঘোষণার দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বার পঠিত

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার মধুটিলা-রাংটিয়া-বালিজুরি রেঞ্জের সংরক্ষিত শাল গজারি বনকে বায়োস্ফেয়ার রিজার্ভ ঘোষণার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে শেরপুর টাউনের নির্ঝর রেস্তোরাঁর হারমনি হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এমনটি জানান, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. তাজউদ্দিন।

পরিবেশবাদী সংগঠন শাইন এর নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুগনিউর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. তাজউদ্দিন।

সভায় বক্তব্য দেন বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, লেখক ও চিত্রশিল্পী ফরিদী নুমান, লেখক ও উদ্ভিদবিদ সিকদার এ.কে. শামসুদ্দিন, শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও লেখক ড. আব্দুল আলীম তালুকদার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও কবি রফিক মজিদ, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাংবাদিক শহীদুল ইসলাম হিরা, শাকিল মুরাদ, জাহিদুল খান সৌরভ, নাঈম ইসলাম, জুবাইদুল ইসলাম, শিশু সংগঠক মমিনুল ইসলাম প্রমুখ।

সভায় বন বিভাগের দায়িত্ব পালনে সীমাবদ্ধতাসহ বন সংরক্ষণে নানা বিষয় তুলে ধরে বক্তারা বলেন, পরিবেশ ও অবশিষ্ট বনভূমি রক্ষায় দেশ এবং বনের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সমাজে সচেতনতা বৃদ্ধিতে বন ব্যবহারকারী, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জন প্রতিনিধি, বন ও পরিবেশ বিষয়ে নীতি নির্ধারকসহ সবাইকে সাধ্য অনুযায়ী কাজ করে যেতে হবে।

সভায় পরিবেশ বন্ধু সংবাদকর্মী, শিক্ষক ও উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102