জামালপুরে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার জাহান আকা (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল রোডে পৌরসভার ময়লার ডাম্পিং স্টেশনের সামনে।
মোটরসাইকেল আরোহী আকাকে দ্রতগামী গাড়ি চাপা দেয়। গুরুতর আহত আকাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত আকা জামালপুর শহরের হাটচন্দ্রা বাজার এলাকার সৈয়দ ছানা মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাতে জানান, শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল রোডে পৌরসভার ময়লার ডাম্পিং স্টেশনের সামনে সোমবার বিকেলে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। তারা মরদেহ নিয়ে যায় সদর হাসপাতালে। সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন সরোয়ারের ভাই সৈয়দ জোবায়েদ জামান চপ্পল।
তিনি আরও বলেন, আইজি প্রিজনের গাড়ি বহরের চাপায় ওই আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে।