রাজধানীর কালাচাঁদপুরে একটি ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ছয়জনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।
অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের অভিযোগ, প্রায়ই ৪ তলার ফ্ল্যাট মালিক অজিত চক্রবর্তী বহিরাগতদের নিয়ে এসে দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজ করতেন। সোমবার সন্ধ্যার পর ওই ফ্ল্যাটে তিন বহিরাগতসহ দুই নারী আসলে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয় অ্যাপার্টমেন্ট বাসিন্দারা।
পরে পুলিশ এসে ৬ জনকে আটক করে। আটক ব্যক্তিদের দাবি, তারা ব্যবসার কাজে এসেছিলেন। আর নারীদের দাবি, তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান করে থাকেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।