মৌলভীবাজারের কুলাউড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মসজিদের ইমাম মবশ্বির আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কবিরাজির কথা বলে ঈদের দিন বিকেলে ওই গৃহবধূর বাড়িতে যান কুলাউড়া শরিফপুর ইউনিয়নের মাদানগর গ্রামের মসজিদের ইমাম ও কথিত কবিরাজ মবশ্বির আলী। এ সময় বাড়ির অন্য সদস্যদের বের করে দিয়ে ওই নারীকে ধর্ষণ করেন তিনি।
বিষয়টি টের পেয়ে গৃহবধূকে উদ্ধার ও ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্বজনরা।
শনিবার ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে মবশ্বির আলীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং আদালতে ধর্ষণের কথা স্বীকার করেছেন অভিযুক্ত ইমাম।